Header Ads

ad728
  • Breaking News

    আপনার এন্ড্রয়েড মোবাইলের সব নোটিফিকেশন দেখুন আপনার কম্পিউটারে বসেই


    অনেক সময়ই কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে আমাদের মোবাইল চার্জে থাকে বা অন্য কোথাও দূরে থাকে কিংবা কম্পিউটারে এতটা মগ্ন থাকি যে আমাদের মোবাইলের কল , মেসেজ বা অন্যান্য নোটিফিকেশন গুলো মিস হয়ে যায়। অনেক সময়ই অনেক গুরুত্বপূর্ন নোটিফিকেশন মিস হয়ে যাওয়ার কারনে অনেক দুঃখজনক ব্যাপার ঘটে।
    তাই আমি আপনাদের এই সমস্যার একটি সমাধান দিচ্ছি। যা সেট করার পর আপনার পিসিতেই দেখাবে আপনার মোবাইলে সব নোটিফিকেশন। 

    *** সিস্টেমঃ  

    এটা এড অন বা এক্সটেংশন সিস্টেম। আপনার গুগল ক্রোম বা ফায়ারফক্স এ " Desktop Notification For Android " নামের Addon অথবা Extension টি লাগান, লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি। তারপর স্কিন শর্ট এর মাধ্যমে দেখাচ্ছি আপনাকে কি করতে হবে। আর আপনার এন্ড্রয়েড ফোনে প্লে ষ্টোর থেকে খুব অল্প এমবির একটা এপ ইনষ্টল করতে হবে।

    গুগোল ক্রোম এর জন্য ঃ 

    লিঙ্কঃ https://goo.gl/0O5TY4

    ফায়ারফক্স এর জন্যঃ

    লিঙ্কঃ https://goo.gl/HvlTSn 

    এন্ড্রয়েড ফোনের জন্যঃ

    গুগোল ক্রোম এর জন্য যা করতে হবেঃ

    ১। Extension ডাউনলোড করার পর ওপেন করুন,
    ২। Gmail একাউন্ট দিয়ে লগ ইন করুন যেটা আপনার এন্ড্রয়েড ফোনে সেট করা আছে। 
    ৩। এখন যে পেইজ টা আসবে এটাতে নিচের ছবির মত তিনটাতেই টিক মার্ক দিন। 
    ৪। এবার আপনার ফনে ইনষ্টল করা এপ টি ওপেন করুন। 
    ৫। সেটংস এ যান এবং Desktop Notification এর পাশে টিক মার্ক দিন। 
    ৬। এবার বেক করে নিচে দেখুন Gmail এ লগ ইন দিতে বলেছে, সেখানে ক্লিক করে আপনি আপনার ফোনের যে ইমেইল টি আছে সেটা সিলেক্ট করুন।

    ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনার ফোনের যত নটিফিকেশন আসবে সব ই আপনার কম্পিউটারে দেখাবে। আপনি চাইলে টেষ্ট বাটন টায় ক্লিক করে কাজ করছে কিনা টেষ্ট করে দেখে নিতে পারেন। 

    স্কিন শর্টঃ 






    এবার আসুন ফায়ারফক্স এর জন্যঃ 

    ১. Addon টি ওপেন করার পর সেটিংস এ ক্লিক করুন।
    ২. নিচে কোড দেওয়ার একটা জায়গা পাবেন ( ছবিতে দেওয়া আছে )
    ৩. ফোনের এপ টি ওপেন করুন। আগের মতই সব করুন { ক্রোমের জন্য দেওয়া ৪,৫,৬ নিয়ম গুলো দেখুন। }
    ৪। ওগুলো করার পর যে পেইজ টা আসবে সেখানে একটা কোড পাবেন নিচের ছবির মত।
    ৫। সেই কোড টি ফায়ারফক্সে কোড দেওয়ার জায়গায় লিখুন। তারপর Apply Code বাটনে ক্লিক করুন। 

    স্কিন শর্টঃ 


    আপনি চাইলে টেষ্ট করে দেখতে পারেন। এবার Enjoy করুন।
     নিজে এটা ইউজ করি।
    কোন রকম সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন...
    ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্য... 

    No comments

    0

    অনেক সময়ই কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে আমাদের মোবাইল চার্জে থাকে বা অন্য কোথাও দূরে থাকে কিংবা কম্পিউটারে এতটা মগ্ন থাকি যে আমাদের মোবাইলের কল , মেসেজ বা অন্যান্য নোটিফিকেশন গুলো মিস হয়ে যায়। অনেক সময়ই অনেক গুরুত্বপূর্ন নোটিফিকেশন মিস হয়ে যাওয়ার কারনে অনেক দুঃখজনক ব্যাপার ঘটে।
    তাই আমি আপনাদের এই সমস্যার একটি সমাধান দিচ্ছি। যা সেট করার পর আপনার পিসিতেই দেখাবে আপনার মোবাইলে সব নোটিফিকেশন। 

    *** সিস্টেমঃ  

    এটা এড অন বা এক্সটেংশন সিস্টেম। আপনার গুগল ক্রোম বা ফায়ারফক্স এ " Desktop Notification For Android " নামের Addon অথবা Extension টি লাগান, লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি। তারপর স্কিন শর্ট এর মাধ্যমে দেখাচ্ছি আপনাকে কি করতে হবে। আর আপনার এন্ড্রয়েড ফোনে প্লে ষ্টোর থেকে খুব অল্প এমবির একটা এপ ইনষ্টল করতে হবে।

    গুগোল ক্রোম এর জন্য ঃ 

    লিঙ্কঃ https://goo.gl/0O5TY4

    ফায়ারফক্স এর জন্যঃ

    লিঙ্কঃ https://goo.gl/HvlTSn 

    এন্ড্রয়েড ফোনের জন্যঃ

    গুগোল ক্রোম এর জন্য যা করতে হবেঃ

    ১। Extension ডাউনলোড করার পর ওপেন করুন,
    ২। Gmail একাউন্ট দিয়ে লগ ইন করুন যেটা আপনার এন্ড্রয়েড ফোনে সেট করা আছে। 
    ৩। এখন যে পেইজ টা আসবে এটাতে নিচের ছবির মত তিনটাতেই টিক মার্ক দিন। 
    ৪। এবার আপনার ফনে ইনষ্টল করা এপ টি ওপেন করুন। 
    ৫। সেটংস এ যান এবং Desktop Notification এর পাশে টিক মার্ক দিন। 
    ৬। এবার বেক করে নিচে দেখুন Gmail এ লগ ইন দিতে বলেছে, সেখানে ক্লিক করে আপনি আপনার ফোনের যে ইমেইল টি আছে সেটা সিলেক্ট করুন।

    ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনার ফোনের যত নটিফিকেশন আসবে সব ই আপনার কম্পিউটারে দেখাবে। আপনি চাইলে টেষ্ট বাটন টায় ক্লিক করে কাজ করছে কিনা টেষ্ট করে দেখে নিতে পারেন। 

    স্কিন শর্টঃ 






    এবার আসুন ফায়ারফক্স এর জন্যঃ 

    ১. Addon টি ওপেন করার পর সেটিংস এ ক্লিক করুন।
    ২. নিচে কোড দেওয়ার একটা জায়গা পাবেন ( ছবিতে দেওয়া আছে )
    ৩. ফোনের এপ টি ওপেন করুন। আগের মতই সব করুন { ক্রোমের জন্য দেওয়া ৪,৫,৬ নিয়ম গুলো দেখুন। }
    ৪। ওগুলো করার পর যে পেইজ টা আসবে সেখানে একটা কোড পাবেন নিচের ছবির মত।
    ৫। সেই কোড টি ফায়ারফক্সে কোড দেওয়ার জায়গায় লিখুন। তারপর Apply Code বাটনে ক্লিক করুন। 

    স্কিন শর্টঃ 


    আপনি চাইলে টেষ্ট করে দেখতে পারেন। এবার Enjoy করুন।
     নিজে এটা ইউজ করি।
    কোন রকম সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন...
    ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্য... 
    Next
    Newer Post
    Previous
    This is the last post.

    Post a Comment

    Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728