Header Ads

ad728
  • Breaking News

    ব্লগিং কী ?????


    ব্লগিং

    এখন ব্লগিং হচ্ছে একটি জনপ্রিয় বিষয়। সংবাদ,জ্ঞান-বিজ্ঞান সকল কিছু প্রকাশের একটি অন্যতম মাধ্যম।আমরা হয়তো এও জানি যে আপনি আপনার ব্যক্তিগত ব্লগ এর মাধ্যমে সবার সাথে আপনার জানা বিষয় যেমন আপনার রিসার্স বা কোন প্রকার সচেতন মূলোক কাজ সেয়ার করতে পারেন বা করে থাকেন। তাই আমরা এই পেজ এর মাধ্যমে এর মাধ্যমে আপনাদের জানাতে চাই ব্লগ কি এবং ব্লগিং কিভাবে করতে হয়? এই রকম আরো অনেক প্রশ্নের উত্তর। আশা করি আপনারা এই সব জ্ঞান অর্জন করে এক জন সফল ব্লগার হয়ে উঠবেন।আর আপনাদের কোন মতামত বা প্রশ্ন ভাকলে তা অবশ্যই মতামত বাক্সে এর মাধ্যমে প্রকাশ করবেন।
    প্রথমে যে বিষয় গুলো আসে তা হলো,

    ব্লগ(
    Blog) এবং ব্লগিং(Blogging) কি ,কেন করা হয়?

    ব্লগ হলো একটি তথ্য ভিত্তিক বা আলোচনা বিত্তিক সাইট যা ওয়াল্ড ওয়াইড ওয়েব (World Wide Web)এ প্রকাশিত হয়ে থাকে এবং যেটি একটি বিপরীত মূখী পোষ্ট দ্বারা প্রকাশিত হয়ে থাকে মানে সর্বশেষ প্রকাশিত পোষ্ট গুলো প্রথমে প্রকাশিত হয়। ২০০৯ইং সালের পূর্ব পর্যন্ত ব্লগ গুলো নিজস্ব বা ছোট গ্রুপ দ্বারা পরিচালিত হতো এবং তখন ব্লগ গুলো একটি নির্দিষ্ট বিষয় এর উপর প্রকাশিত হতো।কিন্তু বর্তমানে অনেক লেখক এর সমন্বয়ে গঠিত ব্লগ প্রকাশিত হচ্ছে এবং যেখানে এক সাথে অনেক লেখক এক  সাথে অনেক রকম পোষ্ট করতে পারে ,তাও আবার নিয়মিত।এ গুলোকে "multi-author blogs" (MABs) বলা হয়। এগুলো সাধারণত পত্রিকা,বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন তথ্য ভিত্তিক ব্লগ হয়ে থাকে।বর্তমানে টুইটার(Twitter),ফেসবুক(facebook )এবং অন্যান ক্ষুদ্র ব্লগিং এর মাধ্যম গুলো "multi-author blogs" (MABs) সিসটেমকে বর্ধিত করনে সাহায্য করছে এবং এর ফরে নিজস্ব প্রকাশিত ব্লগ হুলো সামাজিক সংবাদ মাধ্যম হিসাবে প্রকাশিত হচ্ছে।ব্ল এর প্রকাশিত পোষ্ট গুলোতে আপনি আপনার মতামত প্রকাশ করতে এবং বিভিন্ন প্রশ্ন করতে পারবেন ,এই সুযোগ সুবিধার ফলে ব্লগগুলো সোসাইল নেটওয়ার্ক সার্ভিসে পরিণত হচ্ছে।আবার কিছু কিছু ব্লগ মতামত প্রকাশ করার কোন সুযোগ সুবিধা দেয় না।বর্তমান ব্লগ গুলোতে নিজস্ব প্রোফাইল তৈরি এবং তা প্রকাশ করতে দেয় যেমন টুইটার(Twitter),ফেসবুক(facebook      )ইত্যাদি।আবার অনেকে এগুলোতে তাদের কোম্পানি বা কোন পন্য এর জন্য একটি ব্লগ বা ওয়েব সাইট বা পেজ খুলে থাকে ,যেন সেটি কে তারা আরো জনপ্রিয় করতে পারে।

    No comments

    0

    ব্লগিং

    এখন ব্লগিং হচ্ছে একটি জনপ্রিয় বিষয়। সংবাদ,জ্ঞান-বিজ্ঞান সকল কিছু প্রকাশের একটি অন্যতম মাধ্যম।আমরা হয়তো এও জানি যে আপনি আপনার ব্যক্তিগত ব্লগ এর মাধ্যমে সবার সাথে আপনার জানা বিষয় যেমন আপনার রিসার্স বা কোন প্রকার সচেতন মূলোক কাজ সেয়ার করতে পারেন বা করে থাকেন। তাই আমরা এই পেজ এর মাধ্যমে এর মাধ্যমে আপনাদের জানাতে চাই ব্লগ কি এবং ব্লগিং কিভাবে করতে হয়? এই রকম আরো অনেক প্রশ্নের উত্তর। আশা করি আপনারা এই সব জ্ঞান অর্জন করে এক জন সফল ব্লগার হয়ে উঠবেন।আর আপনাদের কোন মতামত বা প্রশ্ন ভাকলে তা অবশ্যই মতামত বাক্সে এর মাধ্যমে প্রকাশ করবেন।
    প্রথমে যে বিষয় গুলো আসে তা হলো,

    ব্লগ(
    Blog) এবং ব্লগিং(Blogging) কি ,কেন করা হয়?

    ব্লগ হলো একটি তথ্য ভিত্তিক বা আলোচনা বিত্তিক সাইট যা ওয়াল্ড ওয়াইড ওয়েব (World Wide Web)এ প্রকাশিত হয়ে থাকে এবং যেটি একটি বিপরীত মূখী পোষ্ট দ্বারা প্রকাশিত হয়ে থাকে মানে সর্বশেষ প্রকাশিত পোষ্ট গুলো প্রথমে প্রকাশিত হয়। ২০০৯ইং সালের পূর্ব পর্যন্ত ব্লগ গুলো নিজস্ব বা ছোট গ্রুপ দ্বারা পরিচালিত হতো এবং তখন ব্লগ গুলো একটি নির্দিষ্ট বিষয় এর উপর প্রকাশিত হতো।কিন্তু বর্তমানে অনেক লেখক এর সমন্বয়ে গঠিত ব্লগ প্রকাশিত হচ্ছে এবং যেখানে এক সাথে অনেক লেখক এক  সাথে অনেক রকম পোষ্ট করতে পারে ,তাও আবার নিয়মিত।এ গুলোকে "multi-author blogs" (MABs) বলা হয়। এগুলো সাধারণত পত্রিকা,বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন তথ্য ভিত্তিক ব্লগ হয়ে থাকে।বর্তমানে টুইটার(Twitter),ফেসবুক(facebook )এবং অন্যান ক্ষুদ্র ব্লগিং এর মাধ্যম গুলো "multi-author blogs" (MABs) সিসটেমকে বর্ধিত করনে সাহায্য করছে এবং এর ফরে নিজস্ব প্রকাশিত ব্লগ হুলো সামাজিক সংবাদ মাধ্যম হিসাবে প্রকাশিত হচ্ছে।ব্ল এর প্রকাশিত পোষ্ট গুলোতে আপনি আপনার মতামত প্রকাশ করতে এবং বিভিন্ন প্রশ্ন করতে পারবেন ,এই সুযোগ সুবিধার ফলে ব্লগগুলো সোসাইল নেটওয়ার্ক সার্ভিসে পরিণত হচ্ছে।আবার কিছু কিছু ব্লগ মতামত প্রকাশ করার কোন সুযোগ সুবিধা দেয় না।বর্তমান ব্লগ গুলোতে নিজস্ব প্রোফাইল তৈরি এবং তা প্রকাশ করতে দেয় যেমন টুইটার(Twitter),ফেসবুক(facebook      )ইত্যাদি।আবার অনেকে এগুলোতে তাদের কোম্পানি বা কোন পন্য এর জন্য একটি ব্লগ বা ওয়েব সাইট বা পেজ খুলে থাকে ,যেন সেটি কে তারা আরো জনপ্রিয় করতে পারে।

    Post a Comment

    Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728